GEOGRAPHY - EXAM BOSS

EXAM BOSS

here,all types of exam are set bengali .history,geography,mathematics,physical science,life science,environment studies,general knowledge.

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 5, 2019

GEOGRAPHY


  1. বুনো গাধার  অভিয়ারন্য  or ' Wild Ass Sanctuary ' কোথাই অবস্থিত  ? ------ কচ্ছ, গুজরাট ।
  2.  নর্মদা নদীর ওপর নর্মদা বাঁধের প্রকৃত নাম কী ?------ সর্দার সরোবর বাঁধ  ।
  3.  কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কী নামে ডাকহয়  ?------ আম্রবৃষ্ট্রি ।
  4. মার্কিন যুক্তরাস্টের রাজধানীর নাম ওয়াসিংটন ডিসি ,ডিসি  কথার অর্থ কী ?----- ডিস্ট্রিক অব কলম্বিয়া ।
  5. ভারতে তিনটি নৌ বিমান ঘাঁটি আছে ।এর মধ্যে একটি  কোচিনে ,দ্বিতীয়টি গোয়ায় ,তৃতীয়টি কোথাই ?------ পোর্ট ব্লেয়ার ।
  6. কোন রাজ্যের অধিবাসীরা তাঁদের 'কুলিভ পাক 'নাম ডাকে ?------ মনিপুর রাজ্যের মায়েতেসেই  অধিবাসীরা ।
  7.  উড়িষ্যার 'করহা 'উপজাতির পেশা কী ?------ সাপ খেলা দেখানো ।
  8. " এলিফ্যান্ট ফলস,বিডল ফলস ,সুইট ফলস ও বিপশ ফলস " কোন শহরের চারিদিকে আছে এই চারটি জলপ্রপাত ?------শিলং ।
  9. পূর্ব ভারতের কোন রাজকে 'মনির দেশ 'ও 'ক্ষুদ্র স্বর্গ ' বলা হয় ?------মনিপুর।
  10. ' আর্চ অব ট্রায়াম্ফ 'কোথায় অবস্থিত ?------ফ্রান্সে । 

2 comments:

  1. Poker Tout: Stainless Steel Rings | Titanium-Arts.com
    in stainless steel stainless steel ford escape titanium rings. It is not a babyliss pro nano titanium straightener very long way to get them to work but 2020 ford ecosport titanium if you titanium gravel bike have a handle you can do it titanium nitride coating service near me yourself.

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here

Pages