- EXAM BOSS

EXAM BOSS

here,all types of exam are set bengali .history,geography,mathematics,physical science,life science,environment studies,general knowledge.

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 8, 2019


> কোনো কোনো মুদ্রায় দেখা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত "বিক্রম "এবং বিক্রমাঙ্করে সঙ্গে বিক্রমাদিত্য অভিধা গ্রহণ করেছিলেন ।এই শেষের অভিধাটি নিয়েই বিতর্কের শেষ নাই ।অনেকেই তাকে কিংবদন্তির "বিক্রমাদিত্য "র সঙ্গে যুক্ত করে ফেলেছেন । লোককাহিনির এই বিক্রমাদিত্য ছিলেন "শকারী " ও উজ্জয়িনীর বাসিন্দা এবং খ্রিষ্টপূর্ব ৫৮ অব্দের বিক্রমাব্দের পবর্তক ।জনশ্রুতি আছে তিনি অনেক জ্ঞানী গুণীর, প্রসিদ্ধ ব্যক্তির পৃষ্ঠপোষক ছিলেন । আপাত দৃষ্টিতে লোক কাহিনীর এই বিক্রমাদিত্যের সঙ্গে গুপ্তরাজা  দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনেক সাদৃশ্য আছে ।যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেছিলেন ।দ্বাদশ শতাব্দীর কোন কোন লেখতে তাকে উজ্জনীর এবং পাটলিপুত্রের রাজা বলে পরিচয় করা হয়েছে ।
          
              অন্যদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্তাব্দের প্রবর্তক ।তিনি ছিলেন ঐতিহ্যবাহি "নবরত্ন " সভার পৃষ্ঠপোষক । উভয়ের মধ্যে এত বেশি সাদৃশ্য  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages