GENERAL KNOWLEDGE - EXAM BOSS

EXAM BOSS

here,all types of exam are set bengali .history,geography,mathematics,physical science,life science,environment studies,general knowledge.

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 7, 2019

GENERAL KNOWLEDGE


  1. কোন দেশকে আফ্রিকান উনিয়েনের জন্মভূমি বলা হয় ?------- ইথিওপিয়া ।(এর সমন্ধে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন https://en.wikipedia.org/wiki/Ethiopia )
  2. কোন দেশের ৭০% প্রাণী কেবলমাত্র সেই দেশেই পাওয়া যায় ?------ মাদাস্কার ।
  3. কোন দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন ?------ মালটা ।
  4. পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি ?------- কাজাখস্তান ।
  5. পৃথিবীর কোন দেশর অফিসিয়াল রাজধানী নেই ?------- লুউরু ।
  6. পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায় ?------ পানামা ।
  7. কোন দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয় ?------- ভ্যাটিকান সিটি ।
  8. যদি পৃথিবীর জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায় ,প্রথমে কোন দেশের সলিল সমাধি ঘটবে ?------- মালদ্বীপ ।
  9. পৃথিবীর সবচেয় বড়ো ফুলের নাম কী ?------ রিফ্লেসিয়া ।
  10. পৃথিবীর কোন দেশে পৃথিবীর সবচেয়ে বড়ো ফুল রিফ্লেসিয়া ফোটে ?------ ইন্দোনেশিয়া (সুমাত্রা দ্বীপ ) ।
  11. কোন দেশের ৯৯% মরুভূমি ?------ লিবিয়া ।
  12. কোন দেশ পৃথিবীর মধ্যে আফিম উৎপাদনে প্রথম ?------- আফগানিস্তান ।
  13. আফ্রিকার কোন দেশকে ক্ষুদ্র আফ্রিকা বলা হয় ?------- ক্যামেরুন ।
  14. দক্ষিন আমেরিকা মহাদেশের একমাত্র দেশ যার সীমারেখা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে স্পর্শ করে ?------- কলম্বিয়া ।
  15. কোন দেশকে সানেড আইল্যান্ড বলা হয় ?------- ডোমিনিকা ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages